পূজামণ্ডপে জয়পুরহাট মেয়রের অনুদান: সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে যাচ্ছে

জয়পুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। ৫ অক্টোবর মঙ্গলবার রাতে পৌর এলাকার ৩১ টি মণ্ডপে ব্যক্তিগতভাবে ২ লাখ ৫০ হাজার  টাকা আর্থিক অনুদান দেন তিনি।

এ সময় মেয়র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। সব ধর্মের সহাবস্থানে সরকার কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। আমরা সবাই এ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করব। কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। মেয়রের সাথে প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর  ওলিউজ্জামান বাপ্পি, জাকির হোসেন মোল্লা, মামুনুর রশিদ মামুন, মতিয়ার রহমান বাবু, নূর ই আলম সিদ্দিকি ও হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া ও মুন্নুজান বিবি, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্কঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *