সুফলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ধামইরহাটে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুফলা সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে ও তাকওয়া ল্যাব এন্ড কনসালটেন্সীর সহযোগিতায় নানাইচ মোড়স্থ্য কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হৃদরোগ, ডায়াবেটিস মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সুফলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি শামীম রেজা, সম্পাদক শাহিন কাদির, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পালকি ফাউন্ডেশনের পরিচালক নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ৩১০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে সংগঠনের সম্পাদক শাহিন কাদির জানান।

চিকিৎসা পাওয়া অসহায় ও দুঃস্থ্য নারী বুলবুলি, জেবুননেছা ও হাওয়া পারভীন বলেন, আমরা অনেকদিন ধরে অসুস্থ্য, ঠিকমত হাটাচলা করতে পারি না, ভ্যান ভাড়ার অর্থের অভাবে হাসপাতালেও যেতে পারছিলাম না,আজ বিনা পয়সায় বাড়ীর নিকট ফ্রি চিকিৎসা সেবা পেয়ে নিজেদের অনেকটাই মানসিক ভাবে সুস্থ্য অনুভব করছি।’ সংগঠনের সভাপতি শামীম রেজা বলেন, ‘আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে বিভিন্ন ক্যাম্পেইনের পাশাপাশি সামাজিক সেবা মুলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত ভাবে করে যাবো ইনশাআল্লাহ।’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *