জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কেটে যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পৌরসভার ফেনতারা রেলগেট নামকস্থানে মাতাইশ মঞ্জিল মহল্লার হাসান গালিবের পুত্র তাওসিত হাসান (১৯) পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা ট্রেনে কাটা পরে ত্রিখন্ডিত হয়ে মৃত্যুবরণ করে। পাঁচবিবি স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, রেলে কাটা বিষয়ে সম্পূর্ণ পি-ডাবলুর আন্ডারে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতাহল রিপোর্ট তৈরী করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: