জয়পুরহাটে আল- সেকেন্দার ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর হাজী পূণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কম খরচে সঠিক নিয়মে ২৬ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ জয়পুরহাটের আল- সেকেন্দার ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৮ অক্টোবর শনিবার জয়পুরহাট সদর উপজেলার হাজীদের নিয়ে হাজী পূর্নমিলনী, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব সেকেন্দার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম।
হাজীদের করনীয় হজ্বের আহকাম সমূহ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মুহাদ্দিস মাও: আবুল কালাম আজাদ, বুড়াইল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আলমগীর হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের এসএভিপি হারুনুর রশিদ, সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার মাও: আশরাফুল ইসলাম, হারাইল মহিলা মাদ্রাসার আব্দুল মুমিন প্রমুখ।
ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, এখন যদি হজ্জে যেতে চায় তাহলে ২/৩ বছর আগে নিবন্ধন করতে হবে। আমাদের ট্রাভেলস্ এর মাধ্যমে মক্কা ও মদীনায় হারাম শরীফের নিকটবর্তী উন্নতমানের বাড়ি ও স্টার হোটেলে প্যাকেজ অনুযায়ী থাকার সু-ব্যবস্থা আছে এবং দেশীয় বাবুর্চির রান্না করা তিন বেলা সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ঐতিহাসিক জায়গা পরিদর্শন সহ জয়পুরহাট থেকে নিয়ে জয়পুরহাটে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক গাইডের সহযোগিতা আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভূক্ত। মতবিনিময় সভায় আল- সেকেন্দার ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সদর উপজেলার নতুন পুরাতুন প্রায় ১ হাজার হাজী অংশ করে।
অনলাইন ডেস্কঃ