পাঁচবিবিতে দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত ২ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ৮ অক্টোবর শনিবার গভীর রাতে উপজেলার চেঁচড়া সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার চেঁচড়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২৬) ও একই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে শাকিল মন্ডল ওরফে বাঘা (২১)। এসময় তাদের নিকট থেকে ৩টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ৬ বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক আমদানি করে দেশের বিভিন্ন স্থানে অপরাধী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বলেও জানান তিনি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দাযের করা হয়েছে।
পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ