ইতিহাস ঐতিহ্য সন্ধানে প্রতœত্বাত্তিক খননে ব্যয় বাড়াবে সরকারঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর

ইতিহাস ঐতিহ্য সন্ধানে প্রতœত্বাত্তিক খননের উপর ব্যয় বরাদ্দ বাড়াবে সাংস্কৃতিক মন্ত্রনালয়। সেই সাথে প্রতœত্বাত্তিক স্থানগুলো যথাযথ রক্ষা এবং রক্ষনাবেক্ষনে জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ৮ অক্টোবর শনিবার দুপুরে বগুড়া মহাস্থানগড় যাদুঘর চত্বরে বিহার ধাপে পাওয়া প্রতœতাত্বিক প্রতœববস্তু প্রদর্শনী উদ্বোধন কালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবুল মুনসর সরকারের এসব উদ্যোগের কথা জানান। প্রতœতত্ত্ব অধিদপ্তর রাজশাহী এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানে আঞ্চলিক কর্মকর্তা নাহিদ সুলতানা, বগুড়া মহাস্থান যাদুঘরের কাষ্টডিয়ান রাজিয়া সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিহার ধাপ থেকে প্রায় চল্লিশ প্রকারের মৃৎপাত্রের পোড়া মাটির ফলক, অলংকৃত ইটের নমুনা পাওয়া গেছে। গবেষনার মাধ্যমে জানা গেছে, এসব প্রতœবস্তু খিষ্ট্রীয় ৭ম থেকে ৯ম শতকের। খননের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জে বিহার ধাপে আরো প্রাচীন প্রতœবস্তু পাবার আশা করছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব অঅবুল মনসুর জানান, ২০০৯ সালের দিকে এ মন্ত্রনালয়ের প্রতœতত্ত্ব বিভাগের বরাদ্দ ছিল ১শ কোটি টাকা। এখন তা বাড়িয়ে ৬শ কোটি টাকা করা হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রতœতত্ত্ব স্থলের যেসব জায়গা বেদখল রয়েছে, জনবল বাড়িয়ে সেসব উদ্ধার করা হবে। এর আগে সচিব প্রতœতত্ত্ব নির্দশনগুলি পর্যটক বান্ধব করতে করনীয় ঠিক করতে নওঁগার পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

বগুড়া অফিসঃ

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *