জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে দু-পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নে বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিলে দু-পক্ষের পাল্টা ধাওয়া,মঞ্চ ভাঙচুর ও মারপিটের ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার দুপুর ২টায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম ইউনিয়ন বিএনপির আংশির কমিটি ঘোষনা করেন।
ঘোষিত আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বেলাল তালুকদার। নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, আজ বেলা ৩টায় ধুরইল নিম্মমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুম’আর নামাজ শেষ না হতেই থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে এই কাউন্সিল অনুষ্ঠানের মঞ্চ দখল করে বক্তব্য দিতে শুরু করে। এসময় থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে কাউন্সিলের উদ্দেশ্যে আশা নেতাকর্মী তাদেরকে নিয়মতান্ত্রীকভাবে অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা বলেন, অন্যথায় কাউন্সিল স্থান থেকে চলে যাওয়ার জন্য বলেন। এসময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশের মধ্যস্থতায় শৃঙ্খলা ফিরে আসে। পরে আমরা মঞ্চ দখলে নিয়ে সংক্ষিপ্ত সময়ে কাউন্সিল সমাপ্ত করি।
এ সময় তারা আবারও বাহির থেকে লাটিশোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে মঞ্চের দিকে আসার চেষ্ঠা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছে। অপর দিকে আব্দুল গফুর মন্ডলের পক্ষের লোকজন সাংবাদিকদের জানান, তাদেরকেও এই কাউন্সিলের দাওয়াতপত্র দেওয়া হয়েছিল। সেই কারনেই আমরা কাউন্সিল সফল করতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। তারা আরো বলেন ১/১১ পর থেকে আব্দুল গফুর মন্ডল উপজেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় দির্ঘ আড়াই বছর এলাকা ছেড়ে অন্যত্র জীবনের ভয়ে পালিয়ে ছিলেন এবং তার নামে ৮-৯টি মামলাও হয়েছিল। এখন তার নেতা কর্মীদের এই কমিটিতে রাখা হয়নি। সম্মেলন করতে আসা নেতাকর্মীদের লাঠি ষোটার আঘাতে আমাদের প্রায় ৪০-৫০ জন নেতাকর্মীকে আহত হয়েছে। এর মধ্যে আটারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন। থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, দুই গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া শুরু হলে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এদের মধ্যে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে আসেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন ও সম্পাদক জাহেদা কামাল, সাবেক উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও সম্পাদক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীল হোসেন ও সদস্য সচিব শামস মতিন প্রমূখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশগ্রহণ করতে আসেন।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: