এ কেমন শত্রুতা! আক্কেলপুরের রায়কালীতে বিষ প্রয়োগে মাছ নিধন ৬ লাখ টাকার ক্ষতি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের জুগীপুকুর নারীকেলী সরদারপাড়া এলাকায় ফরহাদ হোসেন নামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছের পোনা নষ্ট করেছে দুর্বৃত্তরা। ৯ অক্টোবর রাাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি মাছ চাষী।
থানার অভিযোগ ও ভুক্তভোগি সূত্রে জানা গেছে, ৩ বছর আগে প্রায় আড়াই লাখ টাকা দিয়ে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের জুগীপুকুর নারীকেলী সরদারপাড়া এলাকায় ৭ বিঘা একটি পুকুর লিজ নেন ফরহাদ হোসেন। ঋণ, ধারদেনা করে সেই পুকুরে তিনি টেংরা, সিলকাপসহ বিভিন্ন মাছের পোনা উৎপাদন করছেন। ৯ অক্টোবর রাতে কে বা কারা তার সেই পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছেন। সকালে ফরহাদের পরিবার পুকুরে এসে দেখতে পান অসংখ্য টেংরা মাছের পোনা মরে পানিতে ভেসে উঠেছে এর মধ্যে সিলভার কাপও রয়েছে কিছু। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় বিচার চেয়ে তিনি আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় রবিবার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তে করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ