জয়পুরহাটে রেজোয়ান হত্যার তিন বছর পর আসামি গ্রেফতার
জয়পুরহাটে চাঞ্চল্যকর মোঃ রেজোয়ান হত্যা মামলার অন্যতম আসামি মোঃ আনিসুর রহমানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১২ অক্টোবর) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত মোঃ আনিসুর রহমান পাঁচবিবি উপজেলার বালিঘানা ইউনিয়নের পাটাবুকা জিয়ারমোড় এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আনিছুর রহমান(৩৩)।

এ ঘটনায় পাঁচবিবি থানায় অপমৃত্যুর মামলা করা হয়। এরপর থেকে দীর্ঘদিন আসামি পলাতক ছিল। পরে গতরাতে তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ আনিছুর রহমানের অবস্থান শনাক্ত করে তাকে পাঁবিবি উপজেলার গরুহাটি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে তাকে জয়পুরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ