জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
জয়পুরহাটের কালাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কালাই উপজেলার মোলামগাড়ীর হলদিবাড়ি এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের আতাহার গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মোলামগাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট -মোলামগাড়ী সড়কের হলদিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: