জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। থানা ডিএসপি সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে উপজেলার ধরঞ্জি গ্রামের মোঃ মিনহাজ হোসেনের পুত্র মোঃ বোরহান হোসেন(৫) সমবয়সী ছেলেদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। তার মা ভাত খাওয়াবে বলে সন্তানকে খোঁজ শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়। পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। ছেলেটির বাবা মিনহাজ বিদেশে (ওমান) থাকে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: