জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আধুনিক প্যারেন্টিং মা বাবার ভাবনা শীর্ষক সেমিনার
জয়পুরহাটের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা) এর উদ্যোগে হাজী বদরউদ্দিন রোডস্থ মাদ্রাসা মাঠে আধুনিক প্যারেন্টিং মা বাবার ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাশরেকুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক নির্ধারিত বিষয়ের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন যুক্তরাজ্য এর মানসিক হাসপাতালের সাবেক উপ-পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক জিয়া উল হক।
জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসার চেয়ার্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যদেন অত্র মাদ্রাসার পরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র প্রফেসর ড. কামরুল হাসান। বিশেষ অতিথি’র বক্তব্যদেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অভিভাবক আতিকুর রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা ও অভিভাবক রিপন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক ড. রেজাউল করিম খাঁন, পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব আবুল কাশেম আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী আকন্দ, অভিভাবক আজহারুর ইসলাম, মাদ্রসার উপাধ্যক্ষ নুর মাহমুদ প্রমুখ।
প্রধান আলোচক বলেন, শিশুদেরকে ছোট বেলা থেকে নৈতিকতা ও আর্দশ মানুষ হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতি গঠনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান এ সমাজ ব্যবস্থায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করার পরিকল্পনার পাশাপাশি আর্দশ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবাদেরকে ভূমিকা রাখতে হবে। জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইসলাম ও আধুনিক শিক্ষার জন্য জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা এক অনন্য ভূমিকা রাখছে। মাদরাসাটি কুরআন, হাদীসের আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীদেরক সহী কুরআন শিক্ষাসহ ইংরেজী, আরবী শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ২য় সেমিস্টার পরিক্ষার ফলাফল কার্ড প্রদান করা হয়।
মাশরেকুল আলম