জাতীয় যুব হকি প্রতিযোগিতা উপলক্ষে জয়পুরহাটে সংবাদ সন্মলেন
জাতীয় যুব হকি টুর্ণামেন্ট সফল করতে জয়পুরহাটে সংবাদ সম্মেলেন করেছে জেলা ক্রীড়া সংস্থা। ১৬ অক্টোবর রবিবার জয়পুরহাট স্টেডিয়ামের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার জয়পুরহাট অঞ্চলের পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক আহসান কবীর এপ্লব। এসময় অন্যান্যদের বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম হক্কানি, সাধান স¤পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, সাংবাদিক আব্দুল আলীম, মোস্তাকিম ফাররোখ প্রমুখ। ১৮ অক্টোবর বিকেল তিনটায় জয়পুরহাট চিনিকল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা বনাম নাটোর জেলা মুখোমুখি হবে। প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করবে।
অনলাইন ডেস্কঃ