জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে খাজা সামছুল আলম চেয়ারম্যান নির্বাচিত
জয়পুরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ (অব:) খাজা সামছুল আলম আনারস প্রতীকে ৩শ’ ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন তালগাছ প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, জেলার ৫ উপজেলা পরিষদ মিলনায়তনে ৫টি বুথ (নির্বাচনী কেন্দ্র) স্থাপন করা হয়। সেখানে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন করা হয় সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষন করা হয় সার্বক্ষনিক ভাবে। সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, ডিবি, বিজিবি সহ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট টীম দায়িত্ব পালন করে।
সংরক্ষিত আসনে (মহিলা সদস্য) জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলা (সংরক্ষিত ১ নং ওয়ার্ড) জয়পুরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবিনা চৌধুরী, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা (সংরক্ষিত ২ নং ওয়ার্ড) রতœা রশিদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হল- পাঁচবিবি উপজেলা (১ নং ওয়ার্ড) আবু সাঈদ আল মাহবুব চন্দন, জয়পুরহাট সদর (২ নং ওয়ার্ড) রমজান আলী, কালাই উপজেলা (৩ নং ওয়ার্ড) মো: রফিকুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা (৪ নং ওয়ার্ড) আব্দুল হান্নান মিঠু ও আক্কেলপুর উপজেলা (৫ নং ওয়ার্ড) মাজহারুল আনোয়ার লিটন।
জয়পুরহাট জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ছিল ৪শ’ ৯২ জন। এরমধ্যে পুরুষ ৩শ’ ৭৫ ও মহিলা ১শ’ ১৭ জন। এর মধ্যে ভোট কাস্ট হয় ৪শ’৯০ ভোট। জয়পুরহাটের পাঁচ উপজেলা, পাঁচ পৌরসভা ও ৩২ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত (মহিলা) আসনে সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অনলাইন ডেস্কঃ