পাঁচবিবিতে প্রাণিসম্পদের জেলা সম্মেলন ২০২২ঃ আমজাদ হোসেন সভাপতি ও ফিরোজ মিয়া সাধারণ সম্পাদক

 ১৭ অক্টোবর সোমবার বেলা ১২টায় পাঁচবিবি পৌরসভার পাঁচমাথাস্থ রুহানী রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির জয়পুরহাট জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সভাপতি এ আই টেকনিশিয়ান মোঃ গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি মোঃ আজাদ হোসেন। বিশেষ অতিথি, প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান, বিশেষ বক্তা, কেন্দ্রীয় মহাসচিব মোঃ মাহতাব উদ্দিন প্রমূখ।সঞ্চালনায় ছিলেন,এ আই টেকনিশিয়ান মোঃ আমজাদ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, রিকন ল্যাবরেটরীজ লিমিটেড বিসিক শিল্প নগরী ব্রাহ্মণবাড়িয়া। এ সম্মেলনে জয়পুরহাট জেলার ৫টি উপজেলার মোট ৩০ জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শেষে মোঃ আমজাদ হোসেনকে সভাপতি ও ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা কমিটি গঠন করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *