বগুড়ায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন

বগুড়ার জলেশ্বরীতলায় মাদক-সন্ত্রাস, ইভটিজিং ও বহিরাগত বখাটেদের উৎপাত বন্ধ করতে এবং এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি মোড়ে জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সমিতির সভাপতি রেজাউল বারী ঈসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ডা. আলী আহম্মেদ আলম, তৌফিক হাসান ময়না, মঞ্জুরুল হক মঞ্জু, ডা. শরিফুর রশিদ দিপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম রোলা, মন্তেজুর রহমান আঞ্জু, আলী এখতিয়ার তাজু, মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রসিদ, তৌহিদ বিন আনিস হিল্লোল, উম্মে ফাতেমা লিসা, জাহাঙ্গীর আলম হিমেল, তপন কুমার পোদ্দার, রেজাউল করিম ডল, তনছের আলী, জাকিয়া সুলতানা। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বাবু, মাজেদুর রহমান তাজু, মাসুদ পারভেজ জেমস, সৌম্য লাহিড়ী, কালাচাঁন ঘোষ, নিবার্হী সদস্য ফেরদৌস হাসান বাবুল, ছানাউল হক খান জাহেদী, শাহরিয়ার মোর্শেদ আশিক, খায়রুল আলম লাখিন, হাসিনা খাতুন হিরা প্রমূখ।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মকতা, কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা মাদক সন্ত্রাস,ইভটিজিং ও চাঁদাবাজ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বগুড়া অফিসঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *