পাঁচবিবিতে প্রহরীকে বেঁধে গোডাউন থেকে লক্ষাধিক টাকার ভুট্টা চুরি
জয়পুরহাটের পাঁচবিবিতে গোডাউনের প্রহরীকে বেধে রেখে লক্ষাধিক টাকার ভুট্টা চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। ১৮ অক্টাবর মঙ্গলবার রাত ৩ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের চম্পাতলী নামক স্থানে বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলার ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতালের গোডাউনে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, সংঘবদ্ধ চোরেরা নিরাপত্তা প্রহরীদের বেধে রেখে চাতালের গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬০ বস্তা ভুট্টা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পাঁচবিবি থানার এস আই আনিস সংঙ্গীয় র্ফোসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ