বগুড়ায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন
বগুড়ার জলেশ্বরীতলায় মাদক-সন্ত্রাস, ইভটিজিং ও বহিরাগত বখাটেদের উৎপাত বন্ধ করতে এবং এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি মোড়ে জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মকতা, কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা মাদক সন্ত্রাস,ইভটিজিং ও চাঁদাবাজ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বগুড়া অফিসঃ