জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ রাসেল দিবস উদযাপন

১৮ অক্টোবর মঙ্গলবার সারা দেশের মত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর প্রশাসন শেখ রাসেল দিবস- ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন করেন। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ-লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ। অপরদিকে পৌর প্রশাসনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

পাঁচবিবি প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *