জয়পুরহাটে র্যাবের অভিযানঃ কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ৮ জন সাইবার অপরাধী গ্রেফতার
জয়পুরহাট র্যাব- ৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: মোস্তফা জামান জানান, গত ১৯ অক্টোবর বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর থানার মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ লেনদেন কাজে ব্যবহৃত স্মার্ট ফোন, ২৫টি সিম কার্ড, ৫টি মেমোরি কার্ড, ২টি ক্রেডিট কার্ড, ৮টি মোবাইল চার্জার, ১টি ওয়াইফাই রাইডার, ১টি ওয়াইফাই কানেক্টিং হাব, ২টি হাত ঘড়ি, ৩টি অনিবন্ধিত মোটর সাইকেল, ৪টি চাবি, ২টি হেডফোন, ২টি মানি ব্যাগ, ১টি সান গ্লাস, ৩টি গ্যাস লাইটার ও নগদ ২ হাজার ৩৫টাকা উদ্ধার করে ।
সেই সাথে সাইবার অপরাধী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ফাহিমপুর গ্রামের শ্রী রমেন চন্দ্র অধিকারীর পুত্র বাধন কুমার রকি (২২), একই উপজেলার রাইগা গ্রামের ননী গোপালের পুত্র শ্রী অন্তর দেবনাথ (২০), মোঃ সাব্বির হোসেন মানিক (২০), পিতা-মৃত মফিজ উদ্দিন মন্ডল, মোঃ নাজমুল হাসান (২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন (১৯), পিতা-মোঃ পিন্টু, মোঃ শাকিল হোসেন রতন (১৯), পিতা-মৃত মফিজ উদ্দিন মন্ডল, মোঃ মামুন হোসেন (২২), পিতা- মোঃ মন্টু মোল্লা, সর্বসাং- আতুরা, ও মোঃ নাঈম হোসেন (২১), পিতা মোঃ নাসির আলী, সাং-বিড়মগ্রাম, সর্বথানা-মহাদেবপুর, সর্বজেলা-নওগাঁগণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণ ডিজিটাল বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা পরস্পরের সহায়তায় উক্ত ডেটিং ওয়েব সাইটের মাধ্যমে পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন। এতে তারা বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে থাকে এবং তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন করে। এসব করার জন্য তারা বিভিন্ন অ্যাপ এবং গ্ররুপের মাধ্যমে ডলার গ্রহণ করে এবং প্রাপ্ত ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছিল। এই বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় “ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন ডেস্কঃ