বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন আর নেই
বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৮ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৬২ বছর। প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন আফতাব হোসেন। রংপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সুজন রংপুর জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে রংপুরের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বেতার রংপুরের সিনিয়র খবর পাঠক ছিলেন। এ প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি অনেকে সমবেদনা জানিয়েছেন।