বগুড়ায় সাইক জেনারেল হসপিটালের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

গতকাল ২১ অক্টোবর ২০২২ বগুড়ায় সাইক জেনারেল হসপিটালের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২ পালিত হয়। এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে কলোনী দিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড হয়ে সাইক হসপিটালের এসে শেষ হয়। পরে হসপিটালের তৃতীয় তলায় এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে সাইক হসপিটালের পরিচালক মো: রুহুল কুদ্দস খন্দকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর (কর্নেল) ডাঃ জুলহাস উদ্দিন আহাম্মদ। বক্তব্য রাখেন শহীন জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ গনেশ কুমার আগরওয়ালা। উপস্থিত ছিলেন শিশু সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শওকত জামিল। উল্লেখ্য এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশি^ক অগ্রাধিকার”।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন বিশ্ব ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব পাচ্ছে ফলে মানসিক স্বাস্থ্য ও এ সংক্রান্ত কর্মকান্ডে পরস্পর উৎসাহ- প্রেরণা দিতে হবে। নিজে ভালো থাকার জন্য এবং অন্যকে ভালো রাখার জন্য সবাইকে সচেতন করার কাজে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তি সময়ে বিশে^ মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, একটা সুখি সমৃদ্ধ ও বাসযোগ্য সমাজের তৈরী সবাইকে পরস্পর আন্তরিক হয়ে কাজ করতে হবে। সেমিনারে প্রফেসর, ডাক্তার, নার্স, চিকিৎসা ছাত্র-ছাত্রীসহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বগুড়া অফিসঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *