আইসিএমএবি’র বগুড়া শিক্ষা কেন্দ্রের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কস্ট এন্ড ম্যানেজমেন্ট (সিএমএ) কোর্স চালু করা হচ্ছে। এ ব্যাপারে ২২ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে কলেজ প্রশাসনের সাথে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউইন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এ প্রতিষ্ঠানে সিএমএ কোর্সে শিক্ষার্থী কার্যক্রম শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশিদ এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায় ও বাণিজ্যক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগসহ প্রশাসন বা অন্যান্য বিভাগেও সিএমএ ডিগ্রি অর্জনকারীদের বিশেষ চাহিদা রয়েছে।
এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থায়ও সিএমএদের কাজের ক্ষেত্র বাড়ছে। তা ছাড়া আইসিএমএবি স্বীকৃত কস্ট অডিট ফার্ম অথবা নিজেই স্বাধীনভাবে একটি ফার্ম খুলে বসতে পারেন ব্যবসা-বিশ্লেষণ, কর পরামর্শ, ব্যবস্থাপনা পরামর্শ এবং আর্থিক বিশ্লেষণসহ বিভিন্ন সেবা দেওয়ার জন্য। এছাড়া নিজে উদ্যোক্তা হতে চাইলেও এ কোর্সটি সাহায্য করবে। তিনি আরো বলেন, আগামী ডিসেম্বর থেকে বগুড়া আজিজুল হক কলেজে এ কোর্সটি চালু করার চিন্তা রয়েছে। তিন বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের,  আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট মুনিরুল ইসলাম, সেক্রেটারি একেএম কামরুজ্জামান, ডিরেক্টর আব্দুল আজিজ, ড. জাকারিয়া মাসুদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহতাব হোসেন মন্ডলসহ আইসিএমএবি কাউন্সিলের সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া অফিসঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *