আইসিএমএবি’র বগুড়া শিক্ষা কেন্দ্রের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কস্ট এন্ড ম্যানেজমেন্ট (সিএমএ) কোর্স চালু করা হচ্ছে। এ ব্যাপারে ২২ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে কলেজ প্রশাসনের সাথে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউইন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এ প্রতিষ্ঠানে সিএমএ কোর্সে শিক্ষার্থী কার্যক্রম শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশিদ এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায় ও বাণিজ্যক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগসহ প্রশাসন বা অন্যান্য বিভাগেও সিএমএ ডিগ্রি অর্জনকারীদের বিশেষ চাহিদা রয়েছে।

বগুড়া অফিসঃ