কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
জয়পুরহাটের কালাইয়ের নবাগত উপজেলা নির্বাহি অফিসার জান্নাত আরা তিথি গত বৃহস্পতিবার দুটায় নিজ কার্যালয়ে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের নিয়ে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় কালাই উপজেলা প্রেসক্লাব, কালাই প্রেসক্লাব, মডেল প্রেসক্লাবের সদস্যদের নিয়ে কালাইয়ের উন্নয়ন, সমম্ভনা, আইন শৃংখলা, মাদক, কিডনি বিক্রি প্রতিরোধে ব্যাপক আলোচনা হয়েছে। অনুষ্ঠানে কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংবাদিক কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ মুনছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংবাদিক- অধ্যক্ষ আব্দুল করিম, আমির উদ্দিন, আলেক, তাহরিম আল হাসান, নূর মোহাম্মদ মন্ডল, আতাউর রহমান, তৌহিদুল ইসলাম তালুকদার লায়নার, খলিলুর রহমান আকন্দ, মোসাদ্দেকুল ইসলাম চঞ্চল, আব্দুন নুর নাহিদ, রাব্বিউল হাসান, সামসুল আলম, খায়রুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, হারুনুর রশীদ, মোকাররম হোসেন, রাসেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ