বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের রাজশাহী বিভাগীয় সম্মেলন

বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে বগুড়া জেলা সংসদ এ সম্মেলনের আয়োজন করে।  বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ বগুড়া জেলা সংসদের সভাপতি এসএম শাহীন আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভাপতি এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।
বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি শামছুল আরেফিন, ইমন ফয়সাল, স্বপন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত খান, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, অর্থ সম্পাদক শহিদুজ্জামান, প্রচার সম্পাদক অনিন্দ্য কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক মহারানী পারভীন, সদস্য হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা সংসদের সভাপতি দেবুনাথ কর্মকার, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, চাপাইনবাবগঞ্জ জেলা সংসদের সভাপতি আবুল হায়াত, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি আবুজার গিফারী, সাধারণ সম্পাদ শামীম রেজা, জয়পুরহাট জেলা সংসদের সভাপতি সুলতানুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, নাটোর জেলা সংসদের সভাপতি মাসুদ আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ নেতৃবৃন্দ।
বগুড়া অফিসঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *