কালাইয়ে ওমর গার্টেন একাডেমীতে প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজ্ঞান মেলা উৎসব
কালাইয়ের ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজ্ঞান মেলা উৎসব গত সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে। নানামুখি কর্মসুচি পালিত হয়। এক বর্নাঢ্য র্যালী পৌর সদরের প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে স্কুলের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহি অফিসার জান্নাত আরা তিথি, পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন। এছাড়াও মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী, মাস্টার দেলোয়ার হোসেন, ফারুক আবদুলাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনায় ছিলেন শিক্ষক জুয়েল রানা ও অনিকা আনাম নিশাদ। শেষে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও পুরুস্কার বিতরন করেন অতিধিবৃন্দ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ