জয়পুরহাটে সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন: সভাপতি আনোয়ার সা: সম্পাদক মোয়াজ্জেম
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বোরবার বেলা ১১ টায় শহীদ ডা.আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ স¤পাদক মীর মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে দেওয়ান মোস্তাকুল ইসলাম ও ১নং যুগ্ম সাধারন সম্পাদক পদে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যদেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্যদেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক এস এম কামাল হোসেন, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক স¤পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, সাধারণ স¤পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ স¤পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী হলে বাংলাদেশ বাঁচবে এবং দেশের মানুষ বাঁচবে। যারা আন্দোলনের নামে রাজপথ দখলের হুমকি দিয়ে নাশকতা করতে চান তাদের সে আশা আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতে বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দিব না। তিনি আরো বলেন, প্রতিটি ওয়ার্ডে সম্মেলন করে দলকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে দলকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আওয়ামীলীগের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভূলে ঐক্য বদ্ধ হয়ে রাজ পথে বিএনপি কে মোকাবিলা করে তাদের প্রতিহত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও যোগ্য নেতৃত্বে আজ দেশের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছে। এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে আজ নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।