চাকুরী জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে গ্রাম পুলিশদের মানববন্ধন

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনস্থ ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচী করেছে গ্রাম পুলিশ সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রায় ৩ শতাধিক গ্রাম পুলিশ অংশ নেয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলিপ কুমার ও মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

 

মানববন্ধনে বক্তরা জানান, গ্রাম পুলিশ প্রজাতন্ত্রের স্বীকৃত কর্মচারী। প্রান্তিক গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে থাকে। কিন্তু শ্রম অনুযায়ী ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছি আমরা। গ্রাম পুশিশের একজন দফাদার বেতন পান মাত্র ৭ হাজার টাকা, আর মহল্লাদার পান ৬ হাজার ৫শ’ টাকা। এই বেতনের ৫০ ভাগ বহন করে স্থানীয় সরকার মন্ত্রনালয় আর ৫০ ভাগ বহন করে ইউনিয়ন পরিষদ নিজস্ব আয় থেকে। এর মধ্যে সরকারি ৫০ ভাগ নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদ থেকে বাঁকী অংশ পাচ্ছি না। একদিকে বেতন কম ও বকেয়া থাকছে অন্যদিকে দ্রব্যমুল্যের ঊর্দ্ধগতিতে বর্তমান পরিস্থিতে আমরা মানববেতর জীবন যাপন করছি। তাই অবিলম্বে গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবি জানাচ্ছি সরকারের নিকট। পরে জেলা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন নেতৃত্বে জেলা প্রশাসক মো: শরীফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *