পাঁচবিবিতে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন ধরনের যানবাহন চালকদের ট্রাফিক আইন ও অন্যান্য বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিলেটটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প( ইউ জি ডি পি) মোঃ আব্দুল মুত্তালিব।

ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিআরটিএ ইন্সপেক্টর এসএম ফরিদুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রমূখ। বাস্তবায়ন ছিলেন, উপজেলা আইন ও শৃঙ্খলা বিষয়ক কমিটি, পাঁচবিবি। সহায়তা করেন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। এ প্রশিক্ষণে অত্র উপজেলার ১২০ জন বিভিন্ন যানবাহন চালক, সাংবাদিক, শ্রমিক, ইউপি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *