তুরস্কে ৮০০ হাফেজকে সংবর্ধনা
তুরস্কে ৮০০ হাফেজে কুরআনকে সংবর্ধনা দেয়া হয়েছে। দেশটির কায়সেরি প্রদেশের ‘দারুল ইফতা’ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেয়। ২৬ অক্টোবর মঙ্গলবার কায়সারি প্রদেশে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান অধ্যাপক আলী এরবাস। পবিত্র কুরআন হিফজ করাকে সবচেয়ে বড় নেয়ামত উল্লেখ করে আলী এরবাশ বলেন, ‘দিন দিন আমাদের সন্তানদের কুরআন হিফজের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অন্যদের কাছেও তৈরি হচ্ছে কুরআনের সবিশেষ আবেদন। এটা খুবই আশা জাগানিয়া ব্যাপার। এতে আমরা অত্যন্ত আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে যথাযথভাবে কুরআনের মর্ম বুঝতে হবে। নিজেদের জীবনে তার যথাযথ প্রয়োগও ঘটাতে হবে। এ সময় তিনি কুরআনকে জীবনের পথপ্রদর্শকরূপে গ্রহণের প্রতিও যথেষ্ট গুরুত্বারোপ করেন।’ অনুষ্ঠানে হাফেজে কুরআনদের উদ্দেশে আরবাশ বলেন, ‘আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। কুরআন মুখস্থ করা হলো আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। হাফেজে কুরআন হিসেবে আপনারা বিশেষ উপাধি পাবেন। তবে মনে রাখবেন, হাফেজে কুরআনই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। এটাই আপনাদের সবচেয়ে বড় মর্যাদা। সেজন্য সব সময় নিজেদেরকে কুরআনের ধারক হিসেবে প্রতিষ্ঠিত রাখতে হবে।’ উল্লেখ্য, অনুষ্ঠানে ৮০০ হাফেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫১৪ জন কিশোর ও ২৮৬ জন কিশোরী রয়েছেন।
সুত্রঃ দৈনিক নয়া দিগন্ত