পাঁচবিবিতে চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষকের কক্ষের তালা অভিভাবকদের প্রতিবাদ সভা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাকিমপুর কৈজুরী বি,এন,আর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষকের কক্ষে ও শিক্ষার্থীদের ওয়াশরুম তালা লাগিয়েছে স্থানীয় দুঃষ্কৃতকারীরা। তালা দেওয়ার কারণে কোন প্রয়োজনীয় কাগজপত্র বের করতে না পারায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আজ হতে এস এস সি ২০২৩ সালের শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শুরু হয়েছে। প্রধান শিক্ষকের রুমে প্রশ্নপত্র থাকায় বিকল্প পদ্ধতিতে আবার প্রশ্ন পত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বেলা ১২টায় বিদ্যালয় অঙ্গনে এক প্রতিবাদ সভার আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকবৃন্দ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, কমিটির প্রবীণ সদস্য সিরাজ উদ্দিন চৌধুরী, অভিভাবক আনোয়ার হোসেন, আক্তার ও হাসান আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আয়া, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক কাম-কম্পিউটার পদে গত ৩১ আগস্ট তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তিটি দেওয়া ছিল। পরবর্তীতে সকল নিয়ম প্রক্রিয়া অনুসরণ করে ১৭ অক্টোবর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারীদেরকে নিয়োাগ প্রদান করেছে নিয়োগ বোর্ড।
বক্তারা আরো বলেন, নিয়োগ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুখচেনা, কতিপয় দুঃষ্কৃতকারী ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই দুষ্কৃতকারীরা গত ২৩ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষার্থীদের ওয়াস রুমে তালা লাগায়। গত তিনদিন ধরে চলছে এই অচলাবস্থা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপীয় পানি মিলছে না। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিবাদীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ