জয়পুরহাটে র্যাবের জালে ধরা পড়ল ৬৩ বছরের বৃদ্ধ মাদক ব্যবসায়ী শহিদুল
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা সদর থানার আমতলি বাজারে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোবাইল, ২টি সিম কার্ড, ১টি মেমোরী কার্ড ও নগদ ৪৩ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শহিদুল ইসলাম (৬৩) । তিনি জয়পুরহাট সদর থানার রাম কৃষ্ণপুর গ্রামের মৃত তাছেম উদ্দিন এর পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করছিলেন। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিৎ করেছেন উক্ত ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: