জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগান সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্স চত্বরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক গোলাম হক্কানীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট চেম্বারের সভাপতি আহসান কবীর এপ্লব, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারে।
অনলাইন ডেস্কঃ