জয়পুরহাট র‍্যাবের হাতে ধরা পড়লো ২জন ইয়াবা ব্যবসায়ী

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকোশ অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে ২৯ অক্টোবর শনিবার দুপুরে দিনাজপুর জেলার হিলি হাকিমপুর থানার সাতকুড়ি বাজারে অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মোঃ আকরাম আলীর পুত্র মোঃ ফেরদৌস আহমেদ ওরফে রকি (২০) ও একই গ্রামের মোঃ আসাব উদ্দিনের পুত্র মোঃ রুহুল আমিন (২০কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের মাদক আইনে মামলার মাধ্যমে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিনায়ক মেজর মোস্তফা জামান।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *