ক্ষেতলালে কমিউনিটি পুলিশিং ‘ডে’ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলাল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ‘ডে’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা ২৯ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তালুকদার, ক্ষেতলাল প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজার রহমান, ক্ষেতলাল রিপোটার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ জন প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্য্যক্রম বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনগণকে পুলিশিং কার্য্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *