ক্ষেতলালের বড়তারা ও তুলশীগংগা ইউপি নির্বাচন: নিশ্চিন্তা ও পাঠানপাড়া বাজারে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আগামী ২ নভেম্বর দুটি ইউনিয়ন পরিষদ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন দুটি হলো উপজেলার বড়তারা ও তুলশীগংগা ইউপি। উক্ত নির্বাচন উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার বড়তারা ইউপির নিশ্চিন্তা ও পাঠানপাড়া বাজারে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী।
অন্যান্যর মধ্যে বক্তব্য প্রদান করেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ,ন,ম শওকত হাবিব তালুকদার লজিক, বড়াইল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়তার ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ফকির, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ দুলাল মিয়া সরদার, বিশিষ্ট সমাজ সেবক মো: রায়হান আলম ও শিশির চন্দ্র বাবু প্রমূখ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ