কালাই সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায অনুষ্ঠান
জয়পুরহাটের কালাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কালাই মহিলা সরকারি ডিগ্রী কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা সহকারী কমশিনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোয়ারুল হাসান, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, কালাই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বাবু মুনিশ চৌধুরী, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক মোৎ আবু বক্কর সিদ্দিক, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে তানিশা আক্তার তামান্না প্রমূখ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ