জয়পুরহাটের পাঁচবিবিতে নদীর পাড়ে ছট পুজা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাওড়িতলা ব্রীজের নিচে ছোট যমুনা নদীর পাড়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ছট পুজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় প্রাচীন হিন্দুদের এ ছট পুজার পার্বণ।  এ উপলক্ষে হিন্দু ধর্মের মহিলারা উপোস থেকে বিভিন্ন রকম ফল-মুল নিয়ে হাজির হয় নদী বা পুকুর পাড়ে। পানিতে গোসল করে ভেজা কাপড়ে সূর্যের উপাসনা অবলোকন করেন তারা পূণ্যের আশায়।  রবিবার বিকালে মাওড়িতলা ব্রীজের উত্তর পাশে যমুনা নদীর পাড়ে পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ছোট-বড়দের মিলন মেলায় পরিনত হয়। অপরদিকে তাদের পুজা দেখতে নদীর উভয় পাড়ে এবং ব্রীজের উপর ভিড় জমায় অনেকেই।
আয়োজক কমিটির সদস্য শ্রী ভরত প্রসাদ গোয়ালা বলেন, ছট পুজাটি মুলত ভারতের বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু কিছু অঞ্চলে প্রচলিত আছে। ওইসব এলাকার হিন্দু ধর্মের লোকজন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করায় এখন আমেরিকার মত দেশেও ছট পুজা হয়।  পুজা করতে আসা পাঁচবিবির পরিছন্নকর্মি শিল্পা বলেন, অমাবস্যা তিথি (কালিপুজা) দীপাবলি পালনের পর সপ্তমী সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাত্রি। এদিনটিতে সাধারনত ছট পুজা পালন করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *