জয়পুরহাটে জুয়া খেলার সময় চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদকসহ ২০ জন গ্রেফতার
জয়পুরহাটে জুয়া খেলার সময় পৃথক অভিযান চালিয়ে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেলসহ ২০ জনকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার রাতে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার। জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের উপ অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে শহরের রেলস্টেশন ও চিনিকল এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল বলে র্যাবের কাছে অভিযোগ ছিল। রোববার রাতেও সেখানে জুয়া খেলা হচ্ছে বলে খবর আসলে ওইসব স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার ৬০ হাজার টাকা, জুয়ার সরঞ্জামসহ ২০ জনকে গ্রেফতার করে সদর থানায় প্রেরন করা হয়। জয়পুরহাট অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের সকলকে আদালতে প্রেরন করলে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
অনলাইন ডেস্কঃ