পাঁচবিবিতে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপনঃ প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান ১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উপরে প্রামাণ্য চিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব ও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছির উদ্দিন প্রমুখ। আরো অনুভূতি ব্যক্ত করেন, ৩মাস গবাদি পশু পালন ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী গুনাই মাগুরা গ্রামের যুবক মেহেদী হাসান। শেষে গবাদি পশু পালনে প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জনকে সনদপত্র ও ২১ জনকে (৪ লক্ষ ২০ হাজার টাকা) ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দরা।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: