জয়পুরহাটে ক্লুলেস হত্যা মামলার ২জন আসামী গ্রেফতা
মামলার বিবরণে জানা যায়, গত ২০ নভেম্বর ২০১৭সালে জয়পুরহাট জেলার সদর থানার চকবরকত ইউনিয়নের নওপাড়া গ্রামের পল্লীবালা বাজারের পশ্চিম পাশের্ব জনৈক জয়নাল আবেদীন এর পুকুরের দক্ষিণ পার্শ্বে গাছের ডালের সাথে একই গ্রামের মোঃ সাহেব আলীর (৫১) ছেলে ওয়াজ কুরুনী ওরফে সজীব (২২) এর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পুলিশি তদন্তে ৬ জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে মোঃ আব্দুল মোমিন(৩০) ও মোঃ সাবিরুল(২৯) অন্যতম।
তথ্য প্রযুক্তির সাহায্যে এদের অবস্থান সনাক্ত করে র্যাব। এরপর র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট জেলার সদর থানার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের মোঃ কিনু মন্ডলের পুত্র মোঃ আব্দুল মোমিন (৩০) কে এবং একইদিন বেলা সাড়ে ১১ টায় অপর একটি পৃথক অভিযান চালিয়ে
জয়পুরহাট জেলার সদর থানার গতনশহর মোড় এলাকা হতে একই গ্রামের মৃত ওয়াহাব আলী ওরফে ওয়াহেদের পুত্র মোঃ সাবিরুল (২৯)দ্বয়কে গ্রেফতার করে জিডি মূলে জয়পুরহাট সিআইডি কার্যালয়ে সোপর্দ করে। জয়পুরহাট সদর থানার মামলা নং-১৩/২২৯, তারিখ-০৮/০৬/২০১৮খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: