শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আয়োজনে র্যালি অনুষ্ঠিত
জাতীয় যুব দিবস উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ লা নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির সদস্য সচিব এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আহসান হাবিব রেবুল, জাতীয় জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক শেখ ফজলুর বারী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোকাররম হোসেন খোকন, যুগ্ন আহবায়ক জিহাদ হাসান আল আমিন, যুবনেতা রাহেল, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, রামিম ইসলাম পাপ্পু, সাব্বির, সৌরভ, আবু হাসান সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ। পরে বিশাল র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ