পাঁচবিবিতে তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলা

তথ্য আনবে স্বচ্ছতা,তথ্য নিশ্চিত করবে জবাবদিহিতা, এই প্রতিপাদকে সামনে রেখে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ (যুক্ত)প্রকল্প” তথ্য অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দিনব্যাপী তথ্যমেলা রবিবার বেলা ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ তথ্য মেলার শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

তথ্য মেলার তাৎপর্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন, ডাসকো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর (যুক্ত ফাউন্ডেশন) এনামুল হক লিটন।বিশেষ অতিথি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমূখ। সরকারি ও বেসরকারী কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার জরুরী,আপনি কি একমত? এর উপরে ফিতা কেটে সিগনেচার ক্যাম্পেইনে স্বাক্ষর করেন অতিথিবৃন্দরা । এছাড়াও নাটিকা,গান কবিতা আবৃতি সহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন,ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কোয়ার্ডেনেটর (যুক্ত ফাউন্ডেশন)ভানু রানী। উল্লেখ্য, মেলায় ডাসকো ফাউন্ডেশন জয়পুরহাট, পামডো, ব্রাক, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা তথ্য আফিসের স্টল বসে। পরে অটো রিক্সা চালিয়ে এক বর্ণাঢ্য রোড শো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *