বগুড়া জেলা বিএনপির সম্মেলন: রেজাউল করিম বাদশা সভাপতি আলী আজগর হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত
গত বুধবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটে বিএনপির এই নেতৃত্ব নির্ধারণী নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে দুপুর ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরপর ভোট গণনা শেষে গত বুধবার দিনগত রাতে বিএনপির নেতৃত্ব নির্ধারণী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসব তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব ও সম্মেলন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এমপি।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং সাবেক সিনিয়র সহ সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা এবং সাবেক যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে (৩টি পদ) প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন প্রার্থী। সম্মেলনে জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভার মধ্যে জেলা বিএনপির অধীনস্থ ২৪টি ইউনিটের মধ্যে ২২টি ইউনিটের ২ হাজার ২২২ জন কাউন্সিলর ছিলেন। এর মধ্যে ২ হাজার ১৫৬ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
দৈনিক বগুড়ার সৌজন্যে