আদমদীঘিতে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হলরুমে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান,সমবায় অফিসার আব্দুস সালাম,থানার এসআই তারেক আহম্মেদ,ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,আব্দুল হক আবু,আব্দুস সালাম,সাংবাদিক খায়রুল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান,পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,জাতীয় পাটির সভাপতি এএইচএম মিলন প্রমূখ। সভায় মাদক,জঙ্গীবাদ,বাল্য বিবাহ প্রতিরোধ সহ আইন শৃংখলা শান্তিপুর্ন ভাবে বজায় রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে আইন শৃংখলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ