জয়পুরহাটে জাতীয় সংবিধান দিবস পালিত
সারাদেশের ন্যায় জয়পুরহাটেও প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জজ কোটের পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯৭২ সালের আজকের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে এটি কার্যকর করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম এবং এটি বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হয়।
অনলাইন ডেস্কঃ