জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার সকাল ৯ টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিনসহ ছাত্রদল,যুবদল,কৃষকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।অনুষ্ঠান শেষে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত ও অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।