বগুড়ায় আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বগুড়ায় চাঞ্চল্যকর শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়া (৪০) হত্যার ঘটনায় মো. রঞ্জন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার কলোনী চকফরিদ এলাকার রশিদ প্রামানিকের ছেলে মো. রঞ্জন (৩৬)। সে পেশায় একজন ঠিকাদার। জানা গেছে, গ্রেফতারকৃত রঞ্জন আইনজীবী আব্দুল বারী হত্যার মূল পরিকল্পনাকারী। মামলার এজাহারে তার নাম না থাকলেও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনিই এ হত্যাকান্ড ঘটিয়েছেন। এছাড়াও রঞ্জনের বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা চলমান আছে। তিনি ঐ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী।

এ বিষয়ে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী আব্দুল বারীকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডে মামলার এজাহারভুক্ত আসামী আব্দুর রহিম, সাকিব ও শফিকুলসহ আরও বেশকয়েক জন সরাসরি অংশ নেন। তারা আব্দুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরেই র‌্যাব আসামীদের ধরতে মাঠে নামে। একপর্যায়ে আব্দুর রহিম ও সাকিবের মুঠোফোন নম্বর বিশ্লেষণ করে দেখা যায় আব্দুল বারী হত্যার মূল পরিকল্পনা করেন রঞ্জন। দীর্ঘদিন আব্দুল বারীর সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরজেরে তিনি তার চাচা শ্বশুর রহিম ও শ্যালক সাকিবকে এ হত্যাকান্ড সংগঠিত করার নির্দেশ দেন। মূলত এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড।

তিনি আরও জানান, শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কলোনী চকফরিদ এলাকার নিজ বাড়ি থেকে রঞ্জনকে গ্রেফতার করা হয়। রঞ্জনকে আব্দুল বারী হত্যায় গ্রেফতার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও হত্যার ঘটনায় জড়িত অন্যানদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‌্যাব। উল্লেখ্য যে, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ওইদিন তার স্ত্রী রুনা মাহামুদ বাদী হয়ে আব্দুর রহিম, শফিকুল ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা চার থেকে পাঁচজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। প্রায় চারদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *