বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটের সভাপতি আজিজ, সাধারণ সম্পাদক মিলন

বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ আব্দুল আজিজ সরকার (চেয়ার) ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (ছাতা) পেয়েছেন ১১২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শহিদুল্লাহ খান মিলন (মোটর সাইকেল) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকতার ভুঁইয়া (উড়োজাহাজ) পেয়েছেন ৮০ ভোট।
গতকাল সংগঠনের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে সংগঠনের ২৮১ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন এ্যাড, মকবুল হোসেন মুকুল। নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান দোলন (হাতি), মো. জাহেদুল ইসলাম জাহেদ (কাপ পিরিচ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন (আম), আলহাজ্ব রেজাউল করিম মন্ডল (টেবিল ফ্যান), সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর আলম শাহিন (হাতপাখা), প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম (মাইক), ধর্মীয় সম্পাদক মো. আশরাফুল ইসলাম (মিনার), কোষাধ্যক্ষ মো. আজিজুল হক (ফুলদানী), সদস্য পদে মো. পায়েল হোসেন (বালতি), মো. আব্দুর রহমান রিমন (ফুটবল), মো. আশিকুর রহমান সাগর (কবুতর), মো. সুমন শেখ (মাছ) ও মো. মুকসিতুর রহমান খাঁন (মোরগ) নির্বাচিত হয়েছেন।।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *